কাজী দীপু : মুন্সীগঞ্জ সদর উপজেলায় এসএসসি পরীক্ষার ৯টি কেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, আমরা চাই পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও ব্যাঘাতহীনভাবে পরীক্ষা দিক। পরীক্ষা কেন্দ্রের পাশের সড়কগুলো দিয়ে জনসাধারণও নির্বিঘ্নে চলাচল করুক। এজন্য সবসময় পরীক্ষা কেন্দ্রের একটি নির্দিষ্ট সীমানা জুড়ে ১৪৪ ধারা জারি থাকে। তবে প্রায় সময় অভিভাবক ও উৎসুক মানুষ সেটি ভঙ্গ করে। এতে পরিক্ষার্থী ও কেন্দ্রের পাশ দিয়ে চলাচলকারী জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। আমরা আশা করছি, সবাই ১৪৪ ধারা মেনে চলবে। অন্যথায় পরীক্ষার্থীদের স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে মুন্সীগঞ্জ জেলা সদর ও সদর উপজেলার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাই স্কুল, কাজী কমর উদ্দিন গভ. ইনস্টিটিউশন, মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়, রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রসমূহে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর উক্ত পরীক্ষা চলাকালে জনসাধারণের চলাচল সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই পরীক্ষা চলাকালে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অপরিহার্যতা রয়েছে।
সেহেতু, আমি ফাতেমা তুল জান্নাত, জেলা ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ এ মর্মে আদেশ প্রদান করছি যে, ১০ এপ্রিল ২০২৫ তারিখ পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা পর পর্যন্ত বর্ণিত কেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালে ২০০ গজের মধ্যে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী থাকবে। পরীক্ষার্থী, পরিদর্শক, অনুমোদিত কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যতীত অপর কোন ব্যক্তির অনুপ্রবেশ, কোন সমাবেশ, লাঠি বা অস্ত্র-শস্ত্র ইত্যাদি বহন এবং লাউড স্পিকার বা মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ মর্মে ঘোষণা করলাম। এই আদেশ অদ্য আমার স্বাক্ষরে প্রদান করা হলো।