নিজস্ব প্রতিবেদক
গতকাল রবিবার দেশব্যাপী প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুন্সীগঞ্জ জেলার এ বছরের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সদর উপজেলায় ৩টি, গজারিয়া উপজেলায় ২টি, শ্রীনগরে ২টি, সিরাজদিখানে ২টি ও লৌহজং উপজেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তালিকায় প্রথম অবস্থানেই রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। এ বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২০৩ জন যারা সকলেই উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পাসের হার ১০০%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। ২য় অবস্থানে রয়েছে গজারিয়ার গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এ বছর ৬৫ জন পরিক্ষার্থী অংশ নেয় এবং শতভাগ উত্তীর্ণ হয়েছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি। ৩য় অবস্থানে মালখানগর উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৯.০৪%, উত্তীর্ণ হয়েছে ১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ৪র্থ অবস্থানে রয়েছে রহিতপুর উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৮.৭৭%, উত্তীর্ণ হয়েছে ১৬১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। পঞ্চম গজারিয়া পাইলট মডেল স্কুলে পাসের হার ৯৮.৩৩%, উত্তীর্ণ হয়েছে ১৫২ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ৬ষ্ঠ অবস্থানে শ্রীনগর উপজেলার হোগলা গাঁও আবুল হাশেম উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৮.৩১%, উত্তীর্ণ হয়েছে ৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন। সপ্তম অবস্থানে কাজির পাগলা এটি ইনস্টিটিউশন পাসের হার ৯৮.১৮%, উত্তীর্ণ হয়েছে ১০৮ জন, জিপিএ-৫ কেউ পায়নি। অষ্টম অবস্থানে বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৭.৪৮%, উত্তীর্ণ হয়েছে ৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। নবম অবস্থানে সিরাজদিখানের মাস্টার আবঃ রহমান উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৭.৩৩%, উত্তীর্ণ হয়েছে ৭৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং দশম অবস্থানে রয়েছে সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৭.২৭%, উত্তীর্ণ হয়েছে ১০৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা দশ স্কুল
আগের পোস্ট