শ্রীকান্ত দাস : মুন্সীগঞ্জে মাদক মামলায় জসিম উদ্দিন (৩৬) নামের এক আসামীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় দিয়েছেন আদালত। অর্থদন্ডের টাকা জমা না দিলে অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ। সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ মাদবর বাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে বলে জানা গেছে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই রাত পৌনে ৯টার দিকে উপজেলার নাহাপাড়া এলাকার ভাঙার মোড় রাস্তায় মাদক বিক্রির সময় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিনকে আটক করে। পরদিন সকালে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামীকে আদালতে প্রেরণ করে পুলিশ। মামলাটি বিচারাধীন থাকার পর ৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামী জসিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, আদালতের বিচারকের দেওয়া রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।