নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। গতকাল সোমবার দুপুরে সংগঠনের জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ সংগঠটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি জেলা শিল্পকলা একাডেমীর চত্বর হয়ে সুপার মার্কেট ঘুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার মুহতারাম সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।
তারা আরও বলেন, ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন বেপারী, জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকী, জেলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব মুফতি আবরারুল হক হাতেমী, সদর থানার সেক্রেটারি হাফেজ সাঈদ আহমদ, টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ডাক্তার মোঃ ওবায়দুল্লাহ সরদার।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল আমিন বেপারী, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সেক্রেটারি ডাক্তার মোঃ সোহেল আহমেদ ভূঁইয়া প্রমুখ।
মুন্সীগঞ্জে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আগের পোস্ট