নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির মালিকানাধীন পুরাতন কাচারিতে অবস্থিত ১ ও ২নং মার্কেটের ভাড়াটিয়াদের সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট শফিউদ্দিন আহমেদ। সভা সার্বিকভাবে পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব পারভেজ আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট খান আতাউর রহমান হিরো, এডভোকেট মারুফ হোসেন, এডভোকেট শাহিন মিজি, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর কবির, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ হোসেন, আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সুমন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট হাফিজ, দপ্তর সম্পাদক এডভোকেট আল আরাফ, ক্রীড়া সম্পাদক এডভোকেট রাজিব, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট নূর হোসেন, এডভোকেট ইকবাল হোসেন প্রমুখ।
মুন্সীগঞ্জে আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
আগের পোস্ট