নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন ঢালীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ অর্থ ও স্বর্ণ খোয়া গেছে। গত রবিবার রাত ৭টা থেকে সাড়ে নয়টার মধ্যে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট (কলেজ পাড়া) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তিনি এই বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, গত ৫ অক্টোবর সকালে এড. জাহাঙ্গীর হোসেন ঢালীর পরিবার ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাসা তালা দিয়ে এড. জাহাঙ্গীর হোসেন ঢালী চেম্বারে যান। এই সুযোগ কাজে লাগায় চোরেরা। চেম্বার শেষ করে তিনি বাড়ি ফিরেন ৯টা ৪৫ মিনিটের দিকে। ঘরের তালা খুলে দেখেন তার রুমের স্টিলের আলমারি ভাঙা ও কাপড়-চোপড় এলোমেলোভাবে পড়ে আছে। পরে তিনি দেখেন স্টিলের আলমারির লকার ভেঙে জমি বিক্রির নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা ও স্ত্রী ও মেয়ের সাড়ে ৪ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন, আমার মনে হয়, চোরেরা দীর্ঘদিন ধরে আমাদের গতিপথ লক্ষ্য করেছে। আমার পরিবারের লোকজন বাড়িতে না থাকার কারণে সেই সাথে সন্ধ্যার পর আমার চেম্বারে যাওয়ার সুযোগটা কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই হরিদাস বলেন, অভিযোগের প্রেক্ষিতে তার বাসায় গিয়ে তদন্ত করেছি। চোরদের ধরার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মুন্সীগঞ্জে আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকের বাড়িতে চুরি
আগের পোস্ট