নিজস্ব প্রতিবেদক
উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ও বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, ‘ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়া’ কুরআন সুন্নাহ বয়ান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারী মঙ্গলবার আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন, খাসমহল বালুচর ইউনিয়ন কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তা সংলগ্ন খাসমহল বালুচর উত্তরপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে নিশানে ত্বরিকায়ে মাইজভান্ডারী ভক্তবৃন্দ ও আশেকানদের মিলন মেলায় রাতে এ কুরআন ও সুন্নাহর বয়ান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্বরিকায়ে মাইজভান্ডারীর শাজ্জাদানশীল শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মজিবুর বশর আল হাসানী আল মাইজভান্ডারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আরও কুরআন সুন্নাহ বয়ান করেন মাইজভান্ডারী শরীফের খাদেমে আল্লামা শাহ ছুফি আলহাজ্ব হযরত মাওলানা মিজানুল হক শেরে বাংলা মাইজভান্ডারী, হাফেজ ক্বারী হযরত মাওলানা কেরামত আলী মাইজভান্ডারী, খাদেমে দরবার শরীফ হযরত মাওলানা দিদারুল আলম মাইজভান্ডারী, খাদেমে দরবার শরীফ হযরত মাওলানা জাকির হোসেন মাইজভান্ডারী, হযরত মাওলানা মুফতি শামসুল আরেফিন নিজামী মাইজভান্ডারী।
সার্বিক সহযোগিতায় ছিলেন মাইজভান্ডারী এসোসিয়েশন খাসমহল বালুচর ইউনিট কমিটির সভাপতি হোসেন আলী মাইজভান্ডারীসহ ভক্তবৃন্দ ও এলাকাবাসী।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিশানে ত্বরিকায়ে মাইজভান্ডারীর কুরআন ও সুন্নাহর বয়ান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আগের পোস্ট