নিজস্ব প্রতিবেদক
পদ্মা, মেঘনা, ইছামতি ও ধলেশ^রী ঘেরা জেলা মুন্সীগঞ্জ। এ জেলার ভেতর দিয়ে সাপের মতো এঁকে-বেঁকে বয়ে গেছে নদ-নদীগুলো। একসময় নদ-নদীগুলোর সৌন্দর্য আর ঐতিহ্যই ছিল রঙ-বেরংয়ের পাল তোলা নৌকা। গ্রামবাংলার ঐতিহাসিক নৌপথগুলোতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলাচল করা পাল তোলা নৌকার জায়গা এখন দখল করে নিয়েছে শ্যালো ইঞ্জিনচালিত যান্ত্রিক নৌকা বা ট্রলার। মিরকাদিম পৌরসভা সংলগ্ন ধলেশ^রী নদীর ঐতিহাসিক বন্দর দিয়ে বিভিন্ন নদীপথে এ অঞ্চলে একসময় বাণিজ্য করতে আসতো দেশ-বিদেশের সওদাগরদের বড় বড় পাল তোলা নৌকা বা জাহাজ। সেইসময় এ অঞ্চলে বাণিজ্য করতে আসা সওদাগরদের বড় বড় পাল তোলা নৌকার দেখা এখন আর মিলেনা। এখন নদ-নদীগুলোর বুকে বাতাসের বিপরীতে তরতরিয়ে চলতে দেখা যায় ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকা ও ট্রলার। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার নানা ঐতিহ্য। তেমনি একটি এই পাল তোলা নৌকা।
মুন্সীগঞ্জের নদ-নদীতে বেড়েছে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার
আগের পোস্ট