নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর চৌধুরী বাড়ী এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দিতে গিয়ে সংঘবদ্ধ মাদক বিক্রেতাদের হাতে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় দরবার বিরানী দোকানের সামনে গত শুক্রবার জুম্মার নামাজের পরপরই এ ঘটনা ঘটে। এদিকে হামলাকারীরা তাদের দোকানে হামলা হয়েছে বলে উল্টো হামলার শিকার ব্যক্তির বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে। অন্যদিকে এ বিষয়ে স্থানীয় একটি পত্রিকায় অস্ত্রসহ হামলাকারীদের ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ছবির দু’জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে নাঈম। সে মাদক ব্যবসায়ী ও হামলাকারীদের অন্যতম নেতা সাইদের লোক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এক্ষেত্রে এলাকাবাসীর অভিযোগ হচ্ছে নাঈমরা মূলত সাইদের হয়ে এখানে জাহাঙ্গীর এর ওপর হামলা চালায়। তাতে জাহাঙ্গীর আহত হয়। এ হামলায় আরেক মাদক ব্যবসায়ী রয়েছে বলে শোনা যাচ্ছে। তার নাম হচ্ছে আহসানউল্লাহ। জাহাঙ্গীরকে ফাঁসাতে কৌশলে এদের ছবি দিয়ে এ মামলা রুজু করা হয়েছে বলে শোনা যাচ্ছে। সঠিক তদন্ত হলে এর থলের বিড়াল বের হয়ে আসবে বলে অনেকেই মনে করেন। এছাড়া ভিডিও ফুটেজে সাইদ দেশীয় অস্ত্রসহ স্থানীয় মুসার মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। তাতে কিভাবে জাহাঙ্গীর তাদের ওপর হামলা চালালো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে? বরং সাইদের লোকজনই জাহাঙ্গীরের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। জানা যায়, দরবার বিরানী ব্যবসার অন্তরালে এখানে মাদক বিক্রি হতো বলে অভিযোগ উঠেছে। বিরানীর প্যাকেটের ভিতরে বিভিন্ন রকমের মাদক চালান হতো। এ দোকানটি সাইদের মামার দোকান। তার মামা হচ্ছে মামুন। সাইদ মামার বিরানী দোকানের অন্তরালে এখানে মাদকের জমজমাট ব্যবসা গড়ে তুলেন। আর এর প্রতিবাদ করেন জাহাঙ্গীর। আর তাতেই সাইদের কাছে কাল হয়ে দাঁড়ায় জাহাঙ্গীর।
মুক্তারপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় হামলার শিকার জাহাঙ্গীর
আগের পোস্ট