নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের মিরকাদিমে সমিতির টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে। এসময় সমিতির প্রায় ৩ লাখ টাকা লুটে নেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সকালে মিরকাদিম পৌরসভার তিলাদি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন – তিলাদি গ্রামের ঈদবাজার সমিতির সভাপতি রমজান, তার ভাই জামান ও সমিতির কোষাধ্যক্ষ মো. রুবেল। আহতরা জানান, মিরকাদিম পৌরসভার তিলাদি গ্রামে ঈদ বাজার নামে একটি সমিতি গঠন করা হয়েছে। ৫১০ জন সমিতির সদস্য রয়েছে। এই সদস্যদের কাছ থেকে সপ্তাহে ৭০ টাকা করে সংগ্রহ করা হয়। ঈদ এলে সেই টাকা দিয়ে ঈদ সামগ্রী ক্রয় করে সদস্যদের মাঝে বিতরণ করা হয়। সমিতির সদস্য মিরকাদিমের শরীয়তনগর গ্রামের মো. সুমনের বাসায় বকেয়া টাকা আনতে গেলে সমিতির কোষাধ্যক্ষ মো. রুবেলকে মারধর করে প্রায় ৫০-৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে সমিতির সভাপতি রমজান ও তার ভাই সমিতির সদস্য জামান তিলাদি খাদ্য গোডাউনের কাছে এলে সুমন, রোহান, জিল্লু ও বিরাট গং তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় সমিতির সভাপতি রমজানকে কুপিয়ে রক্তাক্ত জখম এবং তার ভাই জামানকে পিটিয়ে আহত করা হয়। এসময় রমজানের কাছ থেকে নগদ ২ লাখ টাকা এবং জামানের কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় সদর থানায় জামান বাদী হয়ে ৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মিরকাদিমে সন্ত্রাসী হামলায় ঈদ বাজার সমিতির সভাপতিসহ আহত ৩
আগের পোস্ট