নিজস্ব প্রতিবেদক
তিনদিন আগে দীর্ঘদিনের ক্লাব টিমমেট রামচাঁদ গোয়ালাকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। ফেসবুকে লাইভ অনুষ্ঠানে বাঁ হাতি স্পিনার গোয়ালার উপর স্মৃতিচারণ করতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন ১৯৮৬-১৯৯০ এই চার বছরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা লিপু। সেই শোক কাটিয়ে ওঠার আগেই গতকাল সোমবার পেলেন আরো বড় দুঃসংবাদ। বাবাকে হারিয়েছেন অনেক আগে। যার অনুপ্রেরণায় ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা, সেই মা-কে হারালেন লিপু সোমবার। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়কের মা মিনা হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মিনা হোসেনের বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে ও এক মেয়ে। সন্তানদের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপু সর্বকনিষ্ঠ। বার্ধক্যজনিত কারণে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনেই তিনি ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার বাদ এশা নামাজে জানাজার পর মোহাম্মদপুর তাজমহল রোডে মরহুমাকে দাফন করা হয়। সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি, আবাহনী লিমিটেড, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও বিএসজেএ। এক শোক বার্তায় বিসিবি মিনা হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছে।
মা হারালেন গাজী আশরাফ হোসেন লিপু
আগের পোস্ট