ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। শনিবার (২০ জুন) মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হলে ক্রিকেট বিশ্বে দ্রুতই সেই খবর ছড়িয়ে পড়ে। যে ভাইরাসের কারণে গোটা বিশ্ব থমকে আছে, সেই ভাইরাসের কারণে মাশরাফির অসুস্থতার খবর পৌঁছায় রমিজের কানেও। ক’দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি, যিনি অনেকটাই সেরে উঠছেন। তার আক্রান্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আফ্রিদির আরোগ্য কামনা করেছেন। এবার ঠিক এভাবেই রমিজ মাশরাফির প্রতি জানালেন সহমর্মিতা। এক টুইট বার্তায় রমিজ বলেন, ‘করোনাভাইরাস থেকে মাশরাফির দ্রুত সেরে ওঠার জন্য অসংখ্য দোয়া ও শুভ কামনা।’
বাংলাদেশে কর্নোাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। ইতোমধ্যে দেশে এক লাখেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। তবে একই সাথে বাড়ছে সুস্থতার হার। মাশরাফি করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন। জানা যায়, তিন-চারদিন আগে মাশরাফির শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে। মাশরাফি মিরপুরে নিজ বাসাতেই এখন অবস্থান করছেন।
মাশরাফির আরোগ্য কামনা করলেন রমিজ রাজা
আগের পোস্ট