নিজস্ব প্রতিবেদক
মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তি ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে কেয়াইন ইউনিয়নে কুচিয়ামোড়া এলাকায় মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান।
মানববন্ধনে হাফেজ আব্দুল্লাহ আল মাসরুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল, নয়ানগর কাছিমুল মাদরাসার মুহতামিম শাহাদাৎ খান, আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মাদরাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন, কুচিয়ামোড়া আদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন, কুচিয়ামোড়া বাইতুলন মাবুদ মসজিদের ইমাম জুনায়েদ বিন রশিদ রাজী, কুচিয়ামোড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাদেকুর রহমান, ইঞ্জিনিয়ার সালমান সাদি মোঃ সুমন বেপারী, মোঃ সিফাত রহমান, মোঃ রিপন শাফিন আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ রিফাত, শাফিন আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ রিফাতসহ সুশীল সমাজ ও ওলামা একরামগণ।
মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তি ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
আগের পোস্ট