নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকূল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে বাজারের মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত শুরু হয়। আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এসব দোকানে তেল, লবণ, আটা, ময়দা, চাল, ডাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন ছিলো বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের লোকজন।
স্থানীয়রা জানান, মুদি দোকানের বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুদি দোকানীরা ঈদকে সামনে রেখে কয়েক লক্ষাধিক টাকার মাল উঠিয়েছিল। ৫টি দোকানে আনুমানিক তাদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিলো।
আগুন নিয়ন্ত্রণে আনা শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন বলেন, আমার খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ভাগ্যকূল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষতি
আগের পোস্ট