নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ইং পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ৮৬তম বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মোয়াজ্জেম হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য মোজাম্মেল হক মোল্লা, সহকারী প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সুকমলেন্দু মিত্র, আল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ প্রধান সাদ্দাম প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীদের প্রত্যেকের চোখে ছিল অশ্রু। পরিশেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।