নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি ও কাদা জমে থাকে। স্থানীয়রা জানান, বড়ইকান্দি ভাটেরচর গ্রামে প্রায় ৫ হাজার লোকের বসবাস। প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের, কর্মজীবী নারী-পুরুষের জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে গ্রামের শুধুমাত্র এই রাস্তায় আসা-যাওয়া করতে হয়। বৃষ্টির পানিতে রাস্তার বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় যেন এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। পুরো এলাকার রাস্তায় জমে থাকে প্রচুর ময়লা পানি। ড্রেনেজ না থাকায় এসব বর্জ্য পানি জমে থাকছে রাস্তার উপরে। স্থানীয়দের দাবি, অতি দ্রুত গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা করে চলাচলের উপযোগী করা। গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে টেঙ্গারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর রাস্তায় পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হলে জনদূর্ভোগ বাড়তে থাকে।
বড়ইকান্দি ভাটেরচর গ্রামে অল্প বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা
আগের পোস্ট