নিজস্ব প্রতিবেদক
শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
গতকাল বুধবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে। মুন্সীগঞ্জ সদর উপজেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজ্জামেল হক, সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন লিটন, সাধারণ সম্পাদক মর্তুজা, সাংগঠনিক সম্পাদক হালিম মিয়া, শিক্ষক তানজির মোল্লা। এসময় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীরা বলেন, পদোন্নতি ও বেতন নিয়ে শিক্ষকদের সাথে চরম বৈষম্য হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানান শিক্ষকরা। এসময় তারা বলেন, অনতিবিলম্বে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। এছাড়াও দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হতে পারে।