নিজস্ব প্রতিবেদক : সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, বিনএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতীপাড়া মডার্ন গ্রীন সিটিতে উপজেলা ছাত্রদলের সভাপতি সাফফাত হোসেন রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কৃষকদলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি আতাউর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অহিদুল ইসলাম অহিদ, মুন্সীগঞ্জ জেলা সেবকদলের সম্পাদক সিদ্দিক মোল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।