নিজস্ব প্রতিবেদক
বিক্রমপুরের কৃতি সন্তান বাংলাদেশ আইন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর শাহ আলম গত মঙ্গলবার রাত ৯টায় ঢাকায় ইবনে সিনহা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পিতা ছিলেন লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সুজাতুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর শাহ আলম এর প্রকাশিত অনেক জার্নাল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। তার বড় ভাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শাহজাহান মিয়া।