নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দয়হাটা মরিজবাড়ি গ্রামের ইদ্রিস আলীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে কতিপয় কুচক্রী মহল। সে বহু কষ্টে তার পুকুরে মাছের চাষ করতো। কিন্তু দুঃখজনক ঘটনা এলাকার কিছু কুচক্রী, অসভ্য ও বর্বর প্রকৃতির লোক গত বৃহস্পতিবার রাতে বিষ প্রয়োগ করে ইদ্রিস আলীর পুকুরের সমস্ত মাছ নিধন করে ফেলেছে। এলাকাবাসী জানায়, ইদ্রিস আলী এমন একজন লোক সে কখনো কাহারো মুখের দিকে তাকিয়ে কথা বলেনি। কিন্তু কে বা কাহারা তার পুকুরের মাছ বিষ প্রয়োগে নিধন করে তার এই মস্তবড় ক্ষতিটা করলো ? এলাকাবাসীর সবারই ধারণা হয়তো ওই লোক তার বাড়ির আশেপাশেরই কেউ হতে পারে। ঘটনাস্থলে ইদ্রিস আলী বলেন, আমি দীর্ঘদিন বাহিরে ছিলাম। দেশে এসে কৃষিকাজের পাশাপাশি জমানো কিছু টাকা আর আত্মীয়দের কাছ কিছু ধার নিয়ে মাছ চাষ করি। বন্যার কারণে পুকুর পাড় তলিয়ে যাওয়ায় চারিদিক নেট দিতে গিয়ে অনেক খরচের মুখে পড়ি। আশা ছিলো কিছুদিন পর পুকুরে জাল টান দিবো। এমতাবস্থায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অসহায় ইদ্রিস আলী।
বিষ প্রয়োগ করে মাছ নিধন এ কেমন শত্রুতা
আগের পোস্ট