নিজস্ব প্রতিবেদক
বিশ্ব মা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল রবিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আ. হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) সোহানা নাসরিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। আলোচনা সভা শেষে ক্ষুদ্র ঋণ হিসেবে ২০ জন নারীর মাঝে ২৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
বিশ্ব মা দিবস উপলক্ষে সিরাজদিখানে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণ বিতরণ
আগের পোস্ট