নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার ২নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত (২য় বার) চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব গ্রহণ ও পুরাতনদের বিদায় উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য সালাউদ্দিন, মোঃ বিল্লাল হোসেন, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য রিটু প্রধান, সাইফুল ইসলাম, সোলায়মান ঢালী, হাবিবুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নব-নির্বাচিত ও বিদায়ী সদস্যগণ। এসময় বিদায়ী সদস্যগণ নব-নির্বাচিত দুইবারের সফল চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
নব-নির্বাচিত দুইবারের সফল চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েলকে সম্মাননা স্মারক প্রদান এবং নব-নির্বাচিত ও সাবেক সদস্যগণ চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিভাবকের দায়িত্বে ইউনিয়ন পরিচালনার জন্য ইউনিয়নবাসীর প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।
চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েল ইউনিয়নবাসীর পাশে থেকে সর্বপ্রকার সহায়তা প্রদান করে যাওয়ার আশ্বাস দিয়ে সকলের নিকট বালুয়াকান্দি ইউনিয়নকে সুন্দর একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে নবনির্বাচিত সদস্যগণকে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার অনুরোধ জানান এবং ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের নব-নির্বাচিত সকল সদস্য, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন মোহাম্মদ আবদুল হালিম মৃধা।