নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে নিজবাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টা থেকে মরহুমের পরিবারের আয়োজনে এ কুলখানিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। এসময় মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, বিএনপি নেতা রনি মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান দেওয়ান, বিশিষ্ট সমাজসেবক মোঃ শামছুল হক বেপারী, মহসিন মিয়া, মনির হোসেনসহ বালুয়াকান্দি, তেতৈতলা, রায়পাড়ার নানা শ্রেণির পেশার লোকজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মোঃ হাবিবুর রহমান তিনি ছিলেন বিরল ব্যক্তিত্বের এবং দলমত নির্বিশেষে সকলের কাছেই অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার মতো লোক জীবনে হাতেগোনা কয়েকজন পাওয়া যায়। জানা যায়, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দিস্থ হোটেল নাইট মুনের মালিক, তেতৈতলা নিবাসী, ঈদগাহ মহল্লা জামে মসজিদ কমিটির সভাপতি, স্বজ্জন ও সামাজিক মানুষ (ছোট রায়পাড়ায় জন্মগ্রহণকারী) আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান গত ২৬ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কুলখানির আয়োজন করা হয়। চার হাজার মানুষকে পেট ভরে খাওয়ানোর আয়োজন করে তারা।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে হারুন অর রশিদ জামান বলেন, আমার বাবা সামাজিক মানুষ ছিলেন। সর্বস্তরের মানুষের সাথে ছিল তার সখ্যতা। তাই মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে খাওয়ানোর আয়োজন করলাম। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।