নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ৭নং বালুচর ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ রোকসানা বেগম এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বেশ জমে উঠেছে। ৪র্থ ধাপের তফসিল ঘোষণা করায় নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরইমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-পাড়া-মহল্লার বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ার মতো। গতকাল রোববার বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের মুরাদনগর খলিল মার্কেটে সাবেক ব্যাংক ম্যানেজার আঃ মান্নানের সভাপতিত্বে তালেব আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ওসমান মিয়া, বিশিষ্ট সমাজসেবক আঃ হামিদ, সমাজসেবক হারুন মিয়া, মোনা, জাকির হোসেন, জামাল হোসেন, জালাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বালুচর ইউনিয়নে মহিলা মেম্বার রোকসানা বেগম এর উঠান বৈঠক
আগের পোস্ট