শেখ মোঃ সোহেল রানা : বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সারা বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়, ভোটের অধিকার প্রয়োগ করতে চায়। ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার রাষ্ট্র পরিচালনা করবে। গত ২০১৪ ও ২০১৮ সালে যেসব নির্বাচন হয়েছে, সব অবৈধ। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছিল। বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, দেশজুড়ে লুটপাট করেছে। মানুষের উপর অত্যাচার ও নির্যাতন করেছে। এমনকি মসজিদের কমিটিও আওয়ামী লীগ দেখে বানিয়েছে। বর্তমানে জনগণ একটি জবাবদিহিতামূলক সরকার চায়। ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।
তিনি বলেন, সংবিধানে স্পষ্ট লেখা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হবেন। সেই সরকারে যিনি মেজরিটি লিডার তিনি প্রধানমন্ত্রী হবেন।
তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকার না। অন্তর্বর্তী সরকারের পাঠশালা, বিমানবন্দর বানানোর কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কাজ না। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, মাদক মাদক দূর হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে তার সূচনা করে দিয়ে যাওয়া।
ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে বাংলাদেশেরও ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না। অথচ বাংলাদেশের উপর দিয়ে তাদের মালামাল নেওয়া হয়। বাংলাদেশের উচিত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।
এছাড়া বিএনপির নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যত বড় নেতাই হন, আপনার অপকর্মের দায়ভার দল নিবে না।
মাদকদ্রব্য ,মাটি কাটা ও বালি উত্তোলন নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কঠোরভাবে আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করবেন।
গত শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘২০২৪ এর গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাঙ্খা বাস্তবায়ন’ শীর্ষক লৌহজং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীর আয়োজনে জনসমাবেশে এসব কথা বলেন তিনি। এতে অংশ নেয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী।
অনুষ্ঠানে লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান রিপন। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাসুদ খান পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন নসু, উপজেলা মহিলা দলের সভাপতি রেকেয়া বেগম, স্বেচ্ছাসেবক দলনেতা কাজী আহসান বায়েজিদ, ছাত্রদল নেতা মোঃ জহির দেওয়ান প্রমুখ।