নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের বন্দর রেললাইন হইতে চিনাদীর প্রায় ৪ কিলোমিটারের রাস্তাটির বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা থাকার পরও প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে শত শত বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে আসছে। এসব যানবাহন প্রতিদিন এ রুট দিয়ে চলাচল করার কারণে রাস্তাটির অধিকাংশ এলাকা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের বিভিন্ন যানবাহনের চালকগণ রাস্তা খারাপ থাকার কারণে কোন না কোন স্থানে দূর্ঘটনা ঘটিয়ে সাধারন মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে চলছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও বিভিন্ন মালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন অতিরিক্ত মাত্রায় চলাচলের কারণে রাস্তাটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকার কারণে আশপাশের এলাকার হাজার হাজার বিভিন্ন পেশার মানুষ বাধ্য হয়ে উক্ত রাস্তা দিয়ে চলাচল করে আসছে। এ ব্যাপারে বন্দর ইউনিয়ন পরিষদের চেযারম্যান এহসান উদ্দিন আহম্মেদের সাথে আলাপকালে তিনি বলেন, এই রাস্তাটি দুইবার সংস্কার করা হয়েছে। শুধু বন্দর রেললাইন থেকে চৌধুরী বাড়ি পর্যন্ত বর্ষা মৌসুমে আশপাশের বাড়ির বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়। আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম সেলিম ওসমানের ডিও লেটারে ১ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং রাস্তা সংস্কারের টেন্ডার হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য কাজ ধরা হবে।
বন্দর রেললাইন হতে চিনাদীর রাস্তাটির বেহাল অবস্থা
আগের পোস্ট