নিজস্ব প্রতিবেদক : আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী কামরুল ইসলাম সজল মুন্সীগঞ্জের আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের স্থান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে হবে না। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে একটি স্বচ্ছ কমিটি গঠন করে দিতে চাই। অনেক আইনজীবী আওয়ামী সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে ত্যাগ শিকার করেছেন। আমরা তাদের মূল্যায়ন করতে চাই। অনেকে ছিল সুযোগ সন্ধানী, কখনো আওয়ামী লীগ পন্থী কখনো বিএনপি পন্থী হয়ে সুবিধা নিয়ে যারা কোর্টে অবস্থান নিয়েছেন তাদেরও চিহ্নিত করা হবে বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, আওয়ামী সরকার বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আমাদের ধৈর্য্য ধরতে হবে আন্দোলন শেষ হয় নাই। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, মোকাবেলা করতে হবে।
গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মুন্সীগঞ্জ জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আইনজীবী ফোরামের মুন্সীগঞ্জ জেলা ইউনিটের সভাপতি এ্যাড. (জিপি) মোঃ তোতা মিয়ার সভাপতিত্বে সংগঠনটির জেলার সাধারণ সম্পাদক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. পারভেজ আলম, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. হালিম হোসেন, বাংলাদেশ আইন সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এ্যাড. মনির হোসেন, আইনজীবী ফোরামের মুন্সীগঞ্জ জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মু. ফারুক আহম্মেদ, সদস্য এ্যাড. সুমন সরদার প্রমুখ।
ফ্যাসিস্টদের স্থান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে হবে না — মুন্সীগঞ্জে এ্যাড. গাজী কামরুল ইসলাম সজল
আগের পোস্ট