নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকদের ঢল অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে এই নৌপথে শ্রমিকরা আসছে। গতকাল বৃহস্পতিবার সকালেও দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরী ও ট্রলারে করে শত শত শ্রমিক পদ্মা পাড়ি দিয়েছে। লৌহজং উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরী ও ট্রলারে করে সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে শত শত শ্রমিক। বেলা ১১টা পর্যন্ত রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ডাম্প ফেরী রামশিংসহ কয়েকটি ফেরীতে করে যাত্রীরা ছুটে আসেন শিমুলিয়া ঘাটে। এদের বেশীরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসের কর্মী। সচেতন মহল বলছে করোনার ঝুঁিক মাথায় নিয়ে এই শ্রমিকরা ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ফেরাতে না পারলে বড় ধরনের মাশুল দিতে হবে ঢাকাবাসীদের। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, সীমিত আকারে এ নৌরুটে ফেরী চলছে। জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। একইসঙ্গে যাত্রী সাধারণ ফেরীতে পারাপার হচ্ছে। তবে গেল কয়েক দিনের তুলনায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কম সংখ্যক যাত্রী পারাপার হতে দেখা গেছে।