নিজস্ব প্রতিবেদক : “জেগে ওঠো মুসলিম, রক্তে ভাসে ফিলিস্তিন” -এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহাঙ্গীরনগর জামে মসজিদে গিয়ে শেষ হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মুন্সীগঞ্জ জেলার সভাপতি আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন মাদ্রাসা ও বিভিন্ন দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে মধুপুর পীর সাহেব দোয়া মোনাজাতের পর বিক্ষোভ মিছিলটি বের হয়।
এসময় বক্তারা বলেন, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকীয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসরাইলি পণ্য যারা বিক্রি করে তাদের প্রতিও কঠোর হতে হবে আমাদের।
সিরাজদিখান উপজেলার তাওহীদি জনতার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা বশির আহমেদ, সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, জেলার সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ ইসহাকি, সহ-সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান, তাবলীগ জামাতের সিরাজদিখান শাখার আমির মোঃ শাহ আলী, জাতীয় নাগরিক পার্টির সিরাজদিখান শাখার নেতা অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ।