নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গত রোববার রাতের আঁধারে ভেঁকু দিয়ে ফসলি জমির মাটি কাটায় জব্বার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। গতকাল সোমবার সকালে আটককৃত ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা। এতে স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের চাপ এলাকায় ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে এক ব্যক্তিকে আটক করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। সকালে আটককৃত ব্যক্তিকে টঙ্গীবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ এর কার্যালয়ে হাজির করা হয়। এসময় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
পুলিশের ভাষ্য, মুচলেকা নিয়ে যদি ছেড়েই দেওয়া হবে, তাহলে কষ্ট করে ঘটনাস্থলে গিয়ে আটক করার পরিশ্রমই বৃথা।
টঙ্গীবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ বলেন, যাকে আটক করা হয়েছে তিনি জমির মালিক না হওয়ায় এবং ভবিষ্যতে এমন অবৈধ কাজে সহযোগিতা করবে না মর্মে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।