নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও বিজয় উৎসব পালিত হয়েছে। গত শুক্রবার উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও বিজয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান। বিশিষ্ট সমাজসেবক হাজী হাফেজ আহম্মেদ প্রধান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার মাষ্টার, সমাজসেবক আলহাজ্ব আঃ আহাদ মাষ্টার, মোঃ হাসান জাহাঙ্গীর, ইউপি সদস্য মোঃ হাকিম আলী দেওয়ান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের আলোকে নাটক, নৃত্য, কৌতুক, কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে বিজয় উৎসব
আগের পোস্ট