সাকিব আহম্মেদ বাপ্পি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকান্ডে প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ শিক্ষার্থীরা।
মানববন্ধনকারীরা বলেন, প্রকাশ্যে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যে বা যারাই ঘটিয়েছে, তাদের মূল পরিচয় হচ্ছে তারা সন্ত্রাসী বা খুনি। খুনের সাথে বৈষম্যবিরোধীরা আপস করে না। দ্রুত এ হত্যাকান্ডের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, শিক্ষার্থী হত্যা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। একে অন্যকে রাজনৈতিকভাবে দোষারোপ করে একটি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। তাই ছাত্র ও মানুষ হিসাবে সবাইকে এক হয়ে এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সকারের দৃষ্টি আকর্ষণ করে তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাকারিয়া সাদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আমিন ও নোমান আল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফারদিন হাসান আবির, মুখ্য সংগঠক মাহমুদুল হাসান নিরব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আজিজুল হক, স্বেচ্ছাসেবী সংগঠক রিফাত হোসাইন প্রমুখ।