নিজস্ব প্রতিবেদক
নারায়ে তাকবীর আল্লাহ আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ। নানা আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী দয়াল বাবা হযরত পাগল নাজিম উদ্দিন শাহ্ চিশতী (রঃ) এর দরবার শরীফে ৯৩তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের বাউল বাড়ি মাজার কমিটির সভাপতি হাজী মোঃ নূর হোসেন বাউলের সভাপতিত্বে দয়াল বাবা হযরত পাগল নাজিম উদ্দিন শাহ্ চিশতী (রঃ) এর দরবার শরীফে ৯৩তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে ওরশ মোবারক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন। সৈয়দ মোঃ আমির হোসেন ও মোঃ শহিদ বাউলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন। ২৬ ফেব্রুয়ারি ১ম দিন রওজা গোসল, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও নিশি পালন অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি ২য় দিন বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী রজ্জব দেওয়ান ও পুতুল দেওয়ান বাউল গান পরিবেশন করেন।