নিজস্ব প্রতিবেদক
নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মান কাজ। সেতুর সর্বশেষ স্প্যানটিরও ফিটিংয়ের কাজ শেষ হয়েছে। গতকাল শনিবার সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এই ফিটিংয়ের কাজ শেষ হয়। এ নিয়ে পদ্মা সেতুর ৪১টি স্প্যানের সবগুলোই প্রস্তুত হয়ে গেছে। গতকাল শনিবার প্রস্তুত হওয়া ২এফ নম্বর পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর বসানো হবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের এ তথ্য জানান। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর ৩২টি স্প্যান এরই মধ্যে সেতুর ৩৩টি পিয়ারের ওপর বসানো হয়েছে। সর্বশেষ স্প্যানটি গত ১১ অক্টোবর মাওয়া প্রান্তে বসানো হয়। পদ্মা সেতু সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর ৩৩তম স্প্যান বসানো হবে। এর ৫ দিন পর ২৫ অক্টোবর ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর ৩৪তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ৩০ অক্টোবর ২ এবং ৩ নম্বর পিয়ারের ওপর ৩৫তম বসানো হবে। নভেম্বর মাসের ৪ তারিখ ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। অর্থাৎ প্রতি পাঁচদিন অন্তর একটি করে স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বাকি পাঁচটি স্প্যানও চলতি বছরই বসানোর পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ১৪ মে চীন থেকে এমভিকংসিউসং জাহাজে সেতুর গুরুত্বপূর্ণ মালামাল বাংলাদেশের উদ্দ্যেশ্যে রওনা হয়। এতে ১৮০টি ট্রাস কম্পোনেন্টসহ ২০৪১টি স্টীলের তৈরি বিভিন্ন মালামাল ছিলো। জাহাজটি সাংহাই ও সিঙ্গাপুর পোর্টে মোট ৭ দিন বিরতি (মালামাল লোড/আনলোড) দিয়ে গত জুন মাসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। চট্টগ্রাম বন্দরে কাস্টমস শুল্ক পরিশোধ ও ক্লিয়ারেন্সের পর মংলা হয়ে জুন মাসে জাহাজটি মাওয়া এসে পৌঁছেছিলো। এরপরই মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে সরঞ্জাম দিয়ে সম্পূর্ণ স্প্যান তৈরির কাজ শুরু হয়।