নিজস্ব প্রতিবেদক
খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে। এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে স্থানীয় জনগণ। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল, ভাগ্যকুল, বাঘড়া ইউনিয়নে বয়ে চলা পদ্মার চরে অনাবাদি আড়াই হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যার দরুন কিছুদিন আগেও যে জায়গাগুলো ছিল পতিত জমি বর্তমানে ভুট্টা চাষে বদলে গেছে সেসব জায়গায় দৃশ্যপট। সরেজমিনে গিয়ে দেখা যায়, আড়াই হাজার একর অনাবাদি পতিত জমিতে অর্গানিক পদ্ধতিতে ভুট্টা চাষ করা হয়েছে। উৎপাদিত এই ভুট্টা থেকে প্রায় ১০ কোটি টাকা আয় হবে কৃষকের। স্থানীয় কৃষক কাওসার খান বলেন, চরের বিপুল পরিমাণ অনাবাদি পতিত জমি চাষ করে আমরা আজ লাভবান। দেলোয়ার হোসেন বলেন, কৃষি অফিসারের সহযোগিতা থাকলে চরের অনাবাদি জমির এক ইঞ্চি জমিও পতিত থাকবে না। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আরো বেশি পরিমাণে জমি চাষাবাদের আওতায় আনা হবে।
পদ্মার চরে অনাবাদি আড়াই হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ
আগের পোস্ট