নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত শুক্রবার প্রতিটি পূজামন্ডপে ১০ হাজার টাকা করে অর্থিক অনুদান দিয়েছেন পঞ্চসার ইউপি চেয়ারম্যান হাজী মোঃ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউপি সচিব মোঃ রুহুল আমিন সবুজ। ১নং ওয়ার্ডের ২টি, ২নং ওয়ার্ডের ১টি, ৪নং ওয়ার্ডের ১টি, ৫নং ওয়ার্ডের ২টি ও ৬নং ওয়ার্ডের ১টিসহ মোট ৭টি পূজামন্ডপে এই অনুদান গ্রহণ করেছেন প্রতিটি পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
ডিঙ্গাভাঙ্গা সার্বজনীন পূজামন্ডপের সভাপতি অজিত কুমার জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা চেয়ারম্যানের কাছ থেকে পূজা উপলক্ষে অনুদান পেয়েছি। এছাড়াও আমরা যখন যে কাজে আসি চেয়ারম্যান আমাদের সহযোগিতা করেন।
ইউপি চেয়ারম্যান বলেন, আমি শুধুমাত্র পূজার সময় নয়, সারা বছর আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
পঞ্চসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭টি পূজামন্ডপে আর্থিক অনুদান
আগের পোস্ট