নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকার নিউ সানরাইজ মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর নবী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু। প্রধান আলোচক ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান রাসেল। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের বিদায়ী ও নবাগতসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।
নিউ সানরাইজ মডেল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
আগের পোস্ট