নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূষণমুক্ত পরিবেশবান্ধব প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নদীমাতৃক বাংলাদেশের নদী, খাল ও পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গজারিয়ায় নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ভিলেজে প্রবীণ সাংবাদিক মোঃ শফিক ঢালীর সভাপতিত্বে নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির নেতা মোঃ মাসুম খান এর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান নেকী খোকন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সিকদার, শিক্ষক নেতা মোঃ মনসুর আলম টিপু, মুক্তিযোদ্ধা কবি লেখক ফিরোজ আহমেদ, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট শামীম ফরাজী, আতাউর রহমান, আজিজুল হক পার্থ, মোঃ ফেরদৌস, সিরাজ, মাসুম মৃধা প্রমুখ। আলোচনা সভায় শাহাদাৎ পারভেজকে সভাপতি ও শিক্ষক নেতা মোঃ মাসুম খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।
নদী বাঁচলে বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ
আগের পোস্ট