নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর থেকে ২৯ পিস ইয়াবাসহ আটক হয়েছেন দুই মাদক ব্যবসায়ী। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত মান্নান বেপারীর পুত্র মাদক ব্যবসায়ী মো. মোজাহিদ বেপারী (৩৮)। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৩ হাজার টাকা। এছাড়াও একই এলাকা থেকে গত সোমবার রাত ৯টায় মাদক ব্যবসায়ী মো. সোহরাব হোসেন গোজা (৩৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় । আটককৃত গোজা দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত সৈকত বেপারীর পুত্র। জব্দকৃত ইয়াবার মূল্য পাঁচ হাজার সাতশত টাকা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনের নির্দেশে এই অভিযানে অংশ নেয় সহকারি উপ পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান, সিপাহী মো. আমিনুল ইসলাম ও আলমগীর হোসেন।