বিনোদন ডেস্ক
ভারতীয় গায়িকা মোনালি ঠাকুর ২০১৮ সালের ডিসেম্বর মাসে তার নতুন প্রেমিকের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছিলেন। গায়ক মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেক আপের পর মোনালি ঠাকুর মাইকের সঙ্গে সম্পর্কে জড়ান। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাইকের সঙ্গে ছবি পোস্ট করতেন গায়িকা।
এবার এই সম্পর্কটি নিয়ে নিজেই মুখ খুলেছেন মোনালি ঠাকুর। জানা গেল, আসল সত্য। মাইককে সবার সামনে আনারও বছর খানেক আগে বিয়ে করেছেন তারা। ২০১৭ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর ৩ বছর ধরে স্বামী মাইক রিকটাকে নিয়ে গোপনেই সংসার করছেন মোনালি।
জানা গেছে, ২০১৬ সালে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। ওই বছরই খ্রিস্টমাসে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক তাকে বিয়ের প্রস্তাব দেন। ২০১৬ সালে মাইকের প্রস্তাব পাওয়ার পর ২০১৭ সালেই তারা বিয়ে সেরে ফেলেন। উপযুক্ত সময় এলে সবাইকে সবকিছু জানাবেন বলে মন স্থির করেছিলেন।
সেই উপযুক্ত সময় হতে হতেই ৩ বছর কীভাবে কেটে যায়, তা বুঝতে পারেননি বলে জানান মোনালি। এবার নিজেই সবাইকে জানিয়ে দিলেন খবরটি।