নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে মাস্টার্স পরীক্ষায় জৈব রসায়নে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ড. মালিকা আল রাজী স্বর্ণপদক পেলেন আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন তন্ময়।
মোশাররফ হোসেন তন্ময় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মরহুম মোহাম্মদ মজিবুল হকের ছেলে। তিনি রাজধানী ঢাকা উত্তরার বাসিন্দা। বর্তমানে তিনি সপরিবারে আমেরিকায় বসবাস করছেন। গেল রোববার মোশাররফ হোসেন তন্ময়ের হাতে স্বর্ণপদক তুলে দেন ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আখতারুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন স্বর্ণপদকপ্রাপ্ত মোশাররফ হোসেন তন্ময়।
তিনি জানান, ২০১২ সালের জানুয়ারিতে সপরিবারে আমেরিকা চলে যান তিনি। এবং ঐ বছরেই মার্চ মাসে ৪৬তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে পদকটি গ্রহণ করতে পারেননি। দীর্ঘ ১১ বছর পর ২০২৩ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তিনি। গত ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আখতারুজ্জামান স্যারের হাত থেকে স্বর্ণপদকটি গ্রহণ করেন। তিনি আগামী চলার পথে সবার নিকট দোয়াপ্রার্থী।
ঢাবি থেকে স্বর্ণপদক পেলেন গজারিয়ার ছেলে মোশাররফ হোসেন তন্ময়
আগের পোস্ট