নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বেলা পৌণে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রীছাউনীর সামনে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম পরগাছনা এলাকার আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৩৮) ও জাজিরা উপজেলার মাঝিরকান্দি এলাকার নুরুল ফকিরের ছেলে নজরুল ফকির (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী শরিয়তপুর পরিবহনের যাত্রী বাস নং- ঢাকা মেট্রো ব-১৫-৯৬৪৬ এর চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো ব- ১৫-৯৭০৮ এর পিছনে সজোরে ধাক্কা দিলে উভয় বাসের সামনে এবং পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসে থাকা যাত্রী আনিসুর রহমান ও নজরুল ফকির গুরুতর আহত হন।
শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, সংবাদ পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, আমরা হাসপাতালে ফোন দিয়ে আহত রোগীদের খোঁজখবর নিয়েছি এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ২
আগের পোস্ট