নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া অংশসহ পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনভর দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদ শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া হাজার হাজার সাধারণ মানুষ। আর এই যানজটের মধ্যে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোররাত থেকেই মহাসড়কের গজারিয়া অংশে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা দীর্ঘ এলাকায় ছড়িয়ে পড়ে। আরও জানা যায়, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে গত শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নান। এই পুণ্য স্নানে দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থী অংশগ্রহণের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘ যানজটের মধ্যেও একাধিক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে মার্কেটে ঢুকে যায়। এই ঘটনায় আনোয়ারা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দোকানদার জর্জ মিয়া, তপন, সোহাগ শিকদার, মাহমুদা বেগমসহ ১০ জন আহত হয়েছে। অপর দুর্ঘটনা পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়ায় ঘটেছে।
জানা যায়, একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে একটি অটোরিকশাকে দুমড়ে মুচড়ে দেয়। এই ঘটনায়ও অটো রিকশাচালক গুরুতর আহত হয়েছে। দুপুর ১টায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকা বাসচালক অলিউল্লাহ জানান, ভবেরচর হতে জামালদী বাসস্ট্যান্ডে আসতে ৫/৭ মিনিট সময় লাগার কথা, সেখানে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে।
চট্টগ্রাম থেকে আগত আমির হামজা নামে এক যাত্রী জানান, এই গরমের মধ্যে দীর্ঘ তিন ঘন্টা যাবৎ যানজটের মধ্যে থেকে নাভিশ্বাস অবস্থা।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ শওকত হোসেন জানান, পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানের কারণে এই যানজট সৃষ্টি হয়েছিল। তবে বিকাল ৩টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, পুণ্য স্নানের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দুই দিনব্যাপী এই উৎসব চলবে। তবে এই মুহুর্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।