নিজস্ব প্রতিবেদক
ঢাকার খিলগাঁওয়ের গোড়ানে মায়ের হাতে খুন হওয়া দুই শিশু আলভী (১২), জান্নাত (৪)এর শেষ ঠিকানা হলো, তাদের নিজ গ্রাম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখালে। গত শনিবার রাত নয়টায় রাড়িখালের জামে মসজিদে জানাজা শেষে রাড়িখাল কবরস্থানে তাদের সমাহিত করা হয়। উল্লেখ্য গত শুক্রবার ভোর রাতে তাদের মা আরিফুননেছা পপি ধারালো বটি ও ছুরি দিয়ে তাদেরকে জবাই করে হত্যা করে নিজ শরীরে আগুন দেয়। আগুনে তার শরীরের আঠারো শতাংশ ঝলসে যায়। ঢাকা মেডিকেলের র্বান ইউনিটে তিনি চিকিৎসাধীন আছেন। আলভী ও জান্নাতের নিজ গ্রাম রাড়িখালে। সরেজমিনে জানা যায়, তাদের বাবা মোজাম্মেল হেসেন বিপ্লব ১৩ বছর আগে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুসুমপুর গ্রামের আরিফুননেছা পপিকে বিয়ে করে। বিয়ের পর থেকে বসবাস করা নিয়ে দাম্পত্য কলহের সূত্রপাত সৃষ্টি হয়। যেহেতু পপির পরিবার ঢাকায় বসবাস করে সেহেতু পপি চাইতো বিপ্লব ঢাকায় বাসা ভাড়া করে থাকবে। পাশাপাশি বিপ্লবের ব্যবসা ও বসতবাড়ি গ্রামে তাই বিপ্লব চাইতো পপিকে বাবা মার সাথে গ্রামের বাড়িতে রাখতে এই নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকতো। বিপ্লব বাধ্য হয় বিয়ের এক বছরের মাথায় ঢাকায় বাসা নিতে। বিপ্লবের পরিবার ঢাকায় আর বিপ্লবের ব্যবসার কারণে তাকে গ্রামে থাকতে হয়। এভাবে পার করে তেরটি বসন্ত। এরই মাঝে তাদের কোল জুড়ে আসে দুটি ফুটফুটে কন্যা সন্তান। আলভী ও জান্নাত। দেখতে দেখেতে বড় হয়ে উঠে তারা। কিন্তু বিপ্লব ও পপির দাম্পত্য কলহ বেড়েই চলে। দিন দিন তাদের দাম্পত্য জীবনে দূরত্বের সৃষ্টি হয়। একে অপরের উপর সন্দেহের দানা বাধে। সর্বশেষ গত সপ্তাহে বিপ্লব পপিকে শ্রীনগর উপজেলায় বাসা ভাড়া করে থাকতে বলে। পপি তাতে রাজি না হওয়ায় বিপ্লব তার সন্তানদেরকে নিয়ে আসতে চায়। পপি তাতে রাজি না হয়ে উপরšুÍ রেগে যায় এবং সন্তানদের হত্যার হুমকি দেয়। ইদানিং বিপ্লব পরিবারের খোঁজখবর কম নেওয়ায় পপির পরিবারের সন্দেহ বিপ্লব পরকিয়ায় জড়িত হয়ে পড়েছে। উল্লেখিত কারণে পপি তার নিজ সন্তানদের হত্যা করেছে বলে এলাকাবাসী মনে করে।