নিজস্ব প্রতিবেদক
আগামী ২রা অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে থিয়েটার সার্কেলের পঞ্চ ভূতের রং তামাশা নাটক মঞ্চস্থ হবে। পঞ্চ ভূতের রং তামাশা নাটকটি রচনায় ও নিদের্শনায় রয়েছে নাট্য পরিচালক শিশির রহমান। তিনি এ নাটক ছাড়াও একাধিক নাটকের রচয়িতা। পঞ্চ ভূতের রং তামাশা এ নাটকটি ইতোমধ্যে ভারতের কলিকাতাসহ একাধিক দেশে মঞ্চস্থ হয়েছে বলে জানা গেছে। এ নাটকটি দুর্নীতি সংক্রান্ত একটি আলোচিত নাটক। এ নাটকে গোয়ালা চরিত্রে অভিনয় করেছে শিহাব। এটি এ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। যা নাটকটিকে ফুটিয়ে তুলেছে। পঞ্চ ভূতের রং তামাশা নাটকে সঙ্গীত পরিচালনায় রয়েছেন সালাহ উদ্দিন বাবুল। তার সাথে রয়েছেন শরীফ মাহমুদ। এ নাটকে অভিনয় করবেন শিশির রহমান ও সাব্বির হোসেন জাকিরসহ একাধিক অভিনেতা। ঢাকায় নাটকটি মঞ্চস্থ হবে। প্রায় ১৪০টি নাটকের দল এ নাট্য উৎসবে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকার নাট্য উৎসবে মঞ্চস্থ হবে নাটক পঞ্চ ভূতের রং তামাশা
আগের পোস্ট