নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার বেলা ১টা ৩৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন ডাঃ নাজমুল হাসান রন্টির মা। মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলাধীন রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম আঃ খালেক বেপারীর সহধর্মিনী হাজী লায়লা বেগম (৫৮) সিরাজুল ইসলাম মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ মাগরিব বদলপাড়া জামে মসজিদে জানাজা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিন মেয়ে, জামাতাসহ এক ছেলে ডাঃ নাজমুল হাসান রন্টি ও পুত্রবধুসহ নাতি নাতনীকে রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল ও নিসচা টঙ্গীবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানসহ কার্যকরী পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছেন। উল্লেখ্য ডাঃ নাজমুল হাসান রন্টি নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার কার্যকরী পরিষদ সদস্য।
ডাঃ নাজমুল হাসান রন্টির মায়ের মৃত্যুতে নিসচা টঙ্গীবাড়ী শাখার শোক
আগের পোস্ট