নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সরকারি বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক সাত্তার নয়ন, প্রকাশনা বিষয়ক সম্পাদক সামসুদ্দিন তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম মাঝি, কার্যকরী সদস্য কাজী তামিম, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, কার্যকরী সদস্য আঃ মজিদ, কার্যকরী সদস্য বাবুল শেখ, কার্যকরী সদস্য বিপু মাদবর, কার্যকরী সদস্য কামাল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম বিপ্লব, কোষাধ্যক্ষ মোঃ মাসুম হোসেন আফিফ, সাংবাদিক নাজমুল ইসলাম পিন্টু, সাংবাদিক সালমান হাসান প্রমুখ।