নিজস্ব প্রতিবেদক
সড়কজুড়ে পিচ ওঠা গর্ত। গাড়ি গেলে যেন ধুলাবালুর ঝড় ওঠে। আর বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতা। মাঝেমধ্যেই উল্টে যায় গাড়ি। টঙ্গীবাড়ী থেকে মারিয়ালয় সড়কটির এই দশা কয়েক বছর ধরে। এই সড়ক দিয়ে হাসাইল দিঘীরপাড় এলাকার সাথে টঙ্গীবাড়ী উপজেলায় আসা-যাওয়ার একমাত্র রাস্তা। স্থানীয় জনপ্রতিনিধিরা বললেন, যাতায়াতের এই দুর্ভোগ নিয়ে প্রতিমুহূর্তে তাদের এলাকার মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হয়। সরেজমিনে টঙ্গীবাড়ী থেকে মারিয়ালয় সড়কে গিয়ে দেখা যায়, পুরো সড়ক জুড়ে এবড়োথেবড়ো। সড়কের কোন কোন অংশে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ওই পথে চলাচল করতে হয়। উপজেলা, থানা, হাসপাতাল, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ, শপিংমল, ব্যাংক-বীমাসহ হাট-বাজারে আসার একমাত্র রাস্তা এটি। ফলে অন্তঃসত্ত্বা নারীসহ রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। ব্যাটারিচালিত অটোরিকশা প্রতিদিন উল্টে যায়। প্রায়ই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। টঙ্গীবাড়ী উপজেলাবাসীর দাবি, অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে মানুষের চলাচলের সুযোগ করে দেয়ার। এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান বলেন, ইতিমধ্যে রাস্তাটি দশ কোটি টেন্ডার হয়েছে। টঙ্গীবাড়ী বাজার থেকে দিঘীরপাড় পর্যন্ত আনুমানিক দশ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ অতি দ্রুত শুরু হবে।