নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী বাজার এলাকা থেকে চাঁদাবাজ চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের ৬ সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আরমান কাজী (২২), মোঃ মামুন হাওলাদার (৪০), মোঃ কাওসার সিকদার (২৫), মোঃ জসিম উদ্দীন (৩৫), মোঃ বিপ্লব সিকদার (২৫), আনিচ সিকদার (২৭), টঙ্গীবাড়ী থানাধীন টঙ্গীবাড়ী বাজারস্থ ন্যাশনাল ব্যাংক লিমিটেড টঙ্গীবাড়ী শাখা মেইন রোড এলাকা থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।