নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাসলিমা ইসলামসহ চার চিকিৎসক এবং দুই সেকমোসহ ১১ জনের গতকাল বুধবার করোনা শনাক্ত হয়েছে। দুপুরে ‘নিপসম’ থেকে টঙ্গীবাড়ী স্বাস্থ্যবিভাগে বড় ধরনের একটি আক্রান্তের খবর আসে। আক্রান্তের খবরে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়েছে। এ পর্যন্ত উপজেলা কমপ্লেক্সটির পাঁচজন চিকিৎসকসহ ১৫ জনের করোনা আক্রান্ত হলো। এই সংখ্যা নিয়ে পুরো জেলার স্বাস্থ্য বিভাগের করোনা শনাক্ত সংখ্যা ৭০ জন ছাড়িয়ে গেল।
নতুন করোনা শনাক্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাসলিমা ইসলাম (৪৮), আরএমও ডাঃ নুর ই আলম সিদ্দিকী (৩৮), মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম (৩৬) ও মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম শুভ (২৮)। এছাড়াও দুইজন সেকমো পুরুষ (৩২) ও পুরুষ (৩০), ক্যাশিয়ার (৪০), ওয়ার্ড বয় (৪০), পুরুষ গাড়িচালক (২৫), পুরুষ এমএলএস (৫০) ও পুরুষ ক্লিনার (২৭)। এর আগে এক চিকিৎসক এবং নার্সসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়।
টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাসলিমা ইসলাম জানান, দুর্দান্তভাবে করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। যিনি উপজেলাটিতে স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে দিয়ে যাচ্ছেন, এই করোনা দুর্যোগে তিনিই এখন করোনায় শনাক্ত হলেন। সাথে তার আরও চার চিকিৎসক, সেকমো এবং নার্সসহ অন্যান্য কর্মীগণ।
টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১১ জন আক্রান্ত হওয়া চিকিৎসা সেবায় বড় ধরনের হুমকি!
আগের পোস্ট